Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শেষ দুইদিন ধরেই শোনা যাচ্ছিল যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বর্ডার-গাভাসকার ট্রফির শেষ টেস্টে ভারতীয় দল থেকে বাদ যাবেন। শুক্রবার টসের সময়েই বিষয়টি পরিস্কার হয়ে যায়। যখন অধিনায়ক হিসাবে জসপ্রীত বুমরাহ টস করতে আসেন এবং জানিয়ে দেন যে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন রোহিত। প্রথম একাদশে ফেরেন শুভমান গিল। কিন্তু চমক তখনও বাকি ছিল।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসের পরেই সব জল্পনা শেষ হয়ে গেলেও কেউ হয়তো ভাবেননি যে রোহিত শুধু প্রথম একাদশ নয়, ১৬ জনের তালিকা থেকেই বাদ যাবেন। বুমরাহ ম্যাচ রেফারিকে ভারতীয় ক্রিকেটারদের যে লিখিত তালিকা দেন সেই তালিকা প্রকাশ্যে আসতেই ভাইরাল ক্রিকেট মহলে। বুমরাহের জমা দেওয়া ১৬ জনের তালিকাতেও জায়গা হয়নি রোহিত শর্মার। কোচ গৌতম গম্ভীরের সই করা সেই তালিকায় যে ১৬ জন ক্রিকেটারদের নাম রয়েছে তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণর, তালিকায় দেবদুত পাডিক্কল, ধ্রুব জুরেল, অভিমন্যু ঈশ্বরণ, সরফরাজ খান এবং হর্ষিত রানা।
যেহেতু রোহিতকে বিশ্রাম দেওয়া হয়েছে সম্ভবত সেই কারণেই ১৬ জনের তালিকায় নাম নেই রোহিতের। কিন্তু প্রশ্ন এখানেই উঠছে, তাহলে কি অ্যাডিলেডেই কেরিয়ারের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচটি খেলে ফেলেছেন রোহিত শর্মা? সিরিজের মাঝেই অবসরের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক?
সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে সিডনি টেস্টের শেষেই। অন্যদিকে প্রথম দিনের শেষে ১৮৫ রানে অল আউট হয়ে যায় ভারতীয় দল। অস্ট্রেলিয়া দল একটি উইকেটের বিনিময় ৯ রান করে।