যৌনবর্ধক ওষুধে মৃত্যু? তিন বছর পর শেন ওয়ার্নের মৃত্যুর কারণ নিয়ে ছড়াল চাঞ্চল্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ সালের ৪ মার্চ প্রয়াত হয়েছিলেন কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। তবে সেই ঘটনার ৩ বছর পর মৃত্যুর কারণ হিসেবে উঠে এল যৌনবর্ধক ওষুধের একটি বোতলের কথা, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
থাইল্যান্ডের যে হোটেলের ঘর থেকে ওয়ার্নের মৃতদেহ পাওয়া যায়, সেখানে একটি ওষুধের বোতল পাওয়া যায়। দ্য ডেইলি মেইল এর প্রতিবেদন অনুযায়ী, সেই বোতলে ছিল যৌনক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ। কিন্তু তদন্তকারী আধিকারিকদের সেই বোতল সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, এমনই লেখা হয়েছে প্রতিবেদনে। এমনকি পুলিশের রিপোর্টেও সেই বোতলের অস্তিত্ব নেই। বলা বাহুল্য, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন শেন ওয়ার্ন।
এই নিয়ে সেই সংবাদমাধ্যমকে এক পুলিশকর্মী বলেছেন, "আমাদের উচ্চপদস্থ কর্তারা বলেছিলেন ঐ বোতলটা সরিয়ে দিতে। উপর মহল থেকে নির্দেশ এসেছিল। অস্ট্রেলিয়ার উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিকদের থেকে এমন নির্দেশ এসেছিল বলে মনে হয়। ওরা চাননি ওয়ার্নের নাম খারাপ হোক। সেই কারণেই শুধু হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছিল। হৃদরোগের কারণ প্রকাশ্যে আনা হয়নি। অনেক প্রভাবশালী ব্যক্তি এটার সঙ্গে জড়িত ছিলেন।"