এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে বড় হারের সম্মুখীন হয়েছে ভারত। যদিও প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। আর সেটি কার্যত সম্ভব হয়েছে সরফরাজ খানের জন্য।
দ্বিতীয় ইনিংসে সরফরাজের ১৫০ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ৪৬২ রানের স্কোর তুলেছিল ভারত। বিরাট কোহলির সাথে ১৩৬ ও ঋষভ পন্থের সাথে ১৭৭ রানের জুটি গড়েন সরফরাজ। ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত ফর্মকেই জাতীয় দলে নিয়ে এসেছেন মুম্বাইয়ের এই ডান হাতি ব্যাটার।
তবে ব্যাট হাতে সফল হলেও ফিটনেস নিয়ে সমস্যা ছিল সরফরাজের। আর সেখানে তাকে সাহায্য করেন ঋষভ পন্থের রাঁধুনি। হ্যাঁ, এমনই চাঞ্চল্যকর রহস্য ফাঁস করলেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সূর্যকুমার বলেছেন, "সরফরাজ নিজের ফিটনেস নিয়ে ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচের সাথে কাজ করছেন, পাশাপাশি কাজ করছেন ঋষভ পন্থকে নিয়েও। পন্থ সরফরাজের জন্য একজন রাঁধুনি দিয়েছেন যিনি তার খাদ্য তালিকা তৈরি করবেন। লক্ষ্য হল আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির আগে সরফরাজ পুরোপুরি ফিট হোক। এই খেলায় ফিটনেসটা অত্যন্ত জরুরি, যত বয়স বাড়বে, ফিটনেস ধরে রাখা ততই কঠিন হবে।"
তবে শরীরে ফিটনেসের অভাব চোখে পড়লেও ব্যাটিংয়ে একেবারে উজ্জ্বল সরফরাজ, তারও ব্যাখ্যা দিয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, "আপনি ওকে ৪৫০ বল খেলতে বলুন, দ্বিশতরান, ত্রিশতরান করতে বলুন, দেখবেন উনি করবেন। আমি মনে করি উনি এমন অনেক ম্যাচ ঘোরানো ইনিংস খেলবে। অনুশীলন করেনি, এমন কোনওদিন দেখিনি।"