এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রায় ৩৫ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়ারিকনের দুই ইনিংসে মোট ৯ উইকেট ঐতিহাসিক জয় এনে দেয় ওয়েস্ট ইন্ডিজ দলকে।
মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের তৃতীয় দিনেই জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। ১২০ রানের বড় জয়ের ফলে সিরিজেও সমতায় ফিরল তারা। শেষবার ১৯৯০ সালের ফৈসলাবাদে পাকিস্তানকে হারিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম(৩১)। ১৩৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। এই পরাজয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ের শেষ স্থানে শেষ করল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ তাদের এক ধাপ উপরে (অষ্টম স্থান)।