এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খেলাধূলা এমন একটি ক্ষেত্র, যা মানে না কোনও ধর্মের ভেদাভেদ। কিন্তু সেই ধর্মীয় গোঁড়ামির ছবিই সামনে এল, তাও আবার এক নামী আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায়। আর এই গোঁড়ামির শিকার হলেন এক ভারতীয়।
নেদারল্যান্ডসের উইক আন জিতে হওয়া টাটা স্টিল চেস ২০২৫ এর চ্যালেঞ্জার বিভাগের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন ভারতের গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবু ও উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুব্বোয়েব। কিন্তু সেই ম্যাচের আগে ঘটল এক অদ্ভুত ঘটনা। প্রতিপক্ষ বৈশালীর সাথে সৌজন্যের হাত মেলালেন না নোদিরবেক।
দাবা খেলার পুরোনো প্রথা হল খেলার আগে দুই প্রতিপক্ষ একে অপরের উদ্দেশ্যে করমর্দন করে। সেই প্রথা মেনে বৈশালী হাত বাড়িয়ে দেন, কিন্তু হাত মেলাতে রাজি হননি উজবেক দাবাড়ু। যদিও এই বিষয়টির প্রতিক্রিয়া খেলাতেই দেন বৈশালী, হারিয়ে দেন নোদিরবেককে। খেলার পরে অবশ্য বৈশালীও করমর্দনের জন্য হাত বাড়াননি।
তবে এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন নোদিরবেক। তিনি জানিয়েছেন, ধর্মীয় কারণের জন্য তিনি অন্য মহিলাকে স্পর্শ করেন না। যদিও আয়োজকরা এ ব্যাপারে আগে জানতেন, এবং সেই মত নোদিরবেককে জানিয়েছিলেন অন্তত ভারতীয় সংস্কৃতিতে প্রতিপক্ষকে নমষ্কার জানাতে। কিন্তু এই বিষয়টি বৈশালীকে বলতে অস্বস্তি বোধ করেছিলেন বলে জানিয়েছেন নোদিরবেক।