এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি কলকাতা লিগে ইতিমধ্যে ১৭ টি গোল করেছেন মহামেডানের তরুণ তারকা ডেভিড। ডুরান্ড কাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। তবু অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব অথবা এশিয়ান গেমসে জাতীয় দলে সুযোগ পাননি ডেভিড। এই বিষয় এবার নিজেদের মতামত জানিয়েছেন মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস।
আরও পড়ুন- বিশ্বকাপের আগে প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা! চোটের জন্য ছিটকে গেলেন তারকা দুই পেসার
চের্নিশভ জানিয়েছেন যে ভারতীয় দল শক্তিশালী করতে হলে আইএসএল এর পাশাপাশি আইলিগের ফুটবলারদেরও সুযোগ দেওয়া উচিত। এছাড়াও তিনি জানিয়েছেন যে, ভারতীয় ফুটবল ক্লাবগুলিতে বিদেশি স্ট্রাইকার না নিয়ে, দেশি স্ট্রাইকারদের সুযোগ দেওয়া উচিত।
অন্যদিকে তরুণ ডেভিডের সাথে নিজের তুলনা করেছেন মহামেডান ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। প্রসঙ্গত কলকাতা লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন দিপেন্দু বিশ্বাস তিনি মনে করেন ডেভিড ছাড়াও মহামেডানের বেশ কিছু ফুটবলারের ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত।