দেশে স্পিন বোলিংয়ের শ্রীবৃদ্ধিতে এই বিশেষ উদ্যোগ আনছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার বিসিসিআইয়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে স্পিন বোলিং কোচের পদের জন্য আবেদন গ্রহণ করবে। এই বিশেষ ভূমিকায় সকল ফর্ম্যাট ও বয়সভিত্তিক পর্যায়ে দেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে কাজ করবে। এর মধ্যে রয়েছে ভারতের পুরুষ ও মহিলা সিনিয়র দল, ইন্ডিয়া এ, অনুর্ধ্ব-২৩, ১৯, ১৬ ও ১৫ দল সহ সেন্টার অফ এক্সেলেন্সে প্রশিক্ষণ নেওয়া রাজ্য সংস্থার খেলোয়াড়েরা।
UPDATE - BCCI invites applications for Spin Bowling Coach at Centre of Excellence.
— BCCI (@BCCI) March 28, 2025
More details here - https://t.co/ImdvZAvrbU ????
এই পদের জন্য আবেদনগুলি পর্যবেক্ষণ করা হবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির তরফ থেকে। সেখান থেকে বাছাই হওয়া প্রার্থীদের ইন্টারভিউ ও স্কিল অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে। আবেদনপ্রার্থীদের অবশ্যই এই বিষয়ে পারদর্শী ও অভিজ্ঞ হতে হবে, যেখানে স্পিন বোলিংয়ের উন্নতির কাজে এবং পূর্বে জাতীয় স্তরের খেলোয়াড়দের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
এই বিশেষ উদ্যোগের মাধ্যমে পুনরায় দেশের স্পিন বোলিংয়ের শ্রীবৃদ্ধি ঘটাতে চাইছে বিসিসিআই। সাদা বলে যেভাবে কবজি ঘোরানো স্পিনারদের উত্থান ঘটছে, এই বিশেষ ভূমিকা ভারতীয় ক্রিকেটের দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে