এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মহামেডান স্পোর্টিং ক্লাবের কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের মাঝে দাঁড়িয়ে শুধুমাত্র মোহনবাগান। শুক্রবার কল্যানী স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলার দুই বড় দলের। এই ডার্বি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে মহামেডান।
আরও পড়ুন- বেঙ্গালুরুর বিরুদ্ধে একাদশে এই ম্যাচ উইনারকে ফেরাচ্ছেন জুয়ান ফেরান্ডো
তবে এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে সৃষ্টি হয়েছে সমস্যার। তবে খবর অনুযায়ী, অবশেষে সকল সমস্যা মিটিয়ে বাংলার দুই বড় দল খেলতে চলেছে কলকাতা লিগের এই গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ। তবে ম্যাচটি কল্যানী স্টেডিয়াম নয় বরং কিশোর ভারতীতে হতে চলেছে।
আরও পড়ুন- জাতীয় দলের কোচিংয়ের জন্য ইগর স্টিমাচকে নিয়ে টানাপোড়েন ভারত-বসনিয়ার
খবর অনুযায়ী, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে এদিন বৈঠকে বসেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহামেডানের সচিব ইস্তিয়াক আহমেদ। বৈঠক শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে কলকাতা ডার্বি হবে কিশোরভারতী স্টেডিয়ামে।