এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসির পায়ের জাদুতে মোহিত ফুটবল জগত। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় বেশ উপরেই থাকবেন মেসি, তা বলাই যায়। এছাড়া মাঠের বাইরে মেসির চরিত্র নিয়ে তেমন কোনও প্রশ্নচিহ্নও নেই।
তবে আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে এবার চাঞ্চল্যকর বার্তা দিলেন জেরজি ডুডেক। মনে আছে ডুডেককে? ২০০৫ সালে ইস্তানবুলে ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে জেতানো গোলকিপার ছিলেন ডুডেক। এরপর রিয়াল মাদ্রিদে আসেন পোলিশ এই গোলকিপার। এল ক্লাসিকো চলাকালীন মুখোমুখি হয়েছেন মেসির। এবার নিজের সদ্য প্রকাশিত আত্মজীবনীতে মেসিকে প্রতারণা ও উস্কানি ছড়ানোর বড় অভিযোগ এনেছেন ডুডেক।
২০০৭-২০১১ সাল অবধি রিয়াল মাদ্রিদে খেলা এই তারকা গোলকিপার মেসিকে নিয়ে লিখেছেন, "উনি একজন প্রতারক এবং উস্কানি ছড়াতেন, যেমনটা বার্সিলোনা ও পেপ গুয়ারদিওলা ছিলেন। ওরা আপনাকে উস্কানোর জন্য সব সময় প্রস্তুত থাকত এবং তা দারুণভাবে প্রয়োগ করত। এটি জোসে মোরিনহো ও পুরো দলকে আঘাত করেছিল।"
এল ক্লাসিকোয় মেসির আচরণ নিয়ে ডুডেক লিখেছেন, "আমি দেখেছিলাম মেসি পেপে ও র্যামোসের উদ্দেশ্যে অপমানজনক কিছু কথা বলেছেন, যা আপনি এমন শান্ত ও ভালো মানুষের কাছ থেকে আশা করেন না।"
এদিকে রোনাল্ডোকেও অহংকারী ও রাউলকে আত্মকেন্দ্রিক হিসেবে উল্লেখ করেন ডুডেক। তিনি লিখেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বড্ড অহংকারী, তবে মাঠের বাইরে উনি একজন সাধারণ মানুষ। বিষয়টা হল মানুষ কিভাবে সেই মানুষটিকে দেখছেন। যেমন রাউল, তিনি আত্মকেন্দ্রিক, প্রচন্ড প্রতিযোগী এবং একজন বিজয়ী।"
২০১১ সালে রিয়াল মাদ্রিদে থেকেই নিজের ফুটবল কেরিয়ারকে সমাপ্তি জানান ডুডেক।