এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে রাউন্ড অফ ১৬ এর যোগ্যতা অর্জন করে ভারত। ভারতীয় ফুটবল দল ঠিক যে সময় আশার আলো দেখাতে শুরু করেছিল ভারতীয় ফুটবল ভক্তদের, ঠিক সেই সময়েই জানা গেল এক চমকদার খবর যা সত্যি হলে অবশ্যই আশাহত করবে দেশবাসীদের। শোনা যাচ্ছে যে, বসনিয়া জাতীয় দলের কোচিং পদের অফার পেয়েছেন ভারতীয় হেড কোচ ইগর স্টিমাচ। 'মেরিডিয়ান স্পোর্ট' নামক বসনিয়ার এক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে যে ইগর স্টিমাচ এবং প্রাক্তন সার্বিয়া ফরোয়ার্ড সাভো মিলোসেভিচকে বসনিয়ার কোচিং পদের জন্য শর্টলিস্ট করা হয়েছে।
সাম্প্রতিককালে ইগর স্টিমাচ বারংবার ভারতীয় দল পরিচালনার বিষয় প্রকাশ্যে অভিযোগ জানিয়েছেন। আর এইকারণে জল্পনা আরও বাড়িয়ে তুলছে।
আরও পড়ুন- এশিয়ান গেমসে টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড নেপালের, ভাঙল যুবরাজ-রোহিতদের অসামান্য রেকর্ড
যদিও ইগর স্টিমাচ এই বিষয় কোনো মন্তব্য করতে চাননি। বৃহস্পতিবার সৌদি আরবের বিরুদ্ধে এশিয়ান গেমসের রাউন্ড অফ ১৬ এর ম্যাচ খেলবে স্টিমাচের দল। তিনি শুধু সেই ম্যাচ নিয়েই ভাবছেন বলে জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমকে।
আরও পড়ুন- এশিয়ান গেমসে সোনা জয় ভারতের মহিলা শুটারদের
অন্যদিকে ইগর স্টিমাচকে ভারতীয় কোচিং পদের চুক্তিবৃদ্ধি করতে চায় এআইএফএফ। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, মায়ানমার ম্যাচের আগেই ইগর স্টিমাচকে চুক্তিবৃদ্ধির জন্য মেইল পাঠিয়েছে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।
এশিয়ান গেমসের পর ভারতীয় দল দেশে ফিরলে এআইএফএফের সাথে মিটিংয়ে বসবেন স্টিমাচ। শোনা যাচ্ছে যে, ইগর চান বিশ্বকাপের অর্জন পর্বের আগেই স্টিমাচ নতুন চুক্তি সই করতে, নাহলে ভারতীয় দল অন্য কোচ নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করুক।