এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পয়েন্টের নিরিখে কলকাতা লিগের চলতি মরশুমের দুই সেরা দল মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি, পারফরমেন্সেও তাই। ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরমে। ফ্রি পাস জোগাড় করার ক্ষেত্রে মহামেডান সমর্থকরা বেশি পরিশ্রম করল। ৫ হাজার পাস নিমেষেই শেষ।
আরও পড়ুন- এশিয়ান গেমসে সিঙ্গাপুরের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ভারতীয় পুরুষ হকি দল
ম্যাচে প্রথম কোয়ার্টার ডায়মন্ডের। গোল মেশিন ডেভিডের জন্যে ডাবল ম্যান কাভারিং রেখে শুরু করেছিলেন কিবু ভিকুনা। মহামেডান ডিফেন্স জমাট রাখে। মাঝ মাঠ দখলের খেলা সাদাকালো দল শুরু করে ২৫ মিনিট পর থেকে। গত মোহনবাগান ম্যাচে দুর্দান্ত গোল করা সুপ্রিয় পণ্ডিত চোটের জন্যে বেরিয়ে গেলেন। মহামেডান খেলায় ফিরল।
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত মহামেডান। ৬০ মিনিটে স্যামুয়েলের পাস থেকে গোল অঙ্গুসানার। ৮৫ মিনিটে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ, পরিবর্ত হিসেবে নামা অভিজ্ঞ শেখ ফাইয়াজ। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি আদায় করলেন ডেভিড। এদিন তেমন খেলতে না পারা ডেভিড খাতা খুললেন পেনাল্টি থেকে।
২-০ গোলে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে কার্যত কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিক মহামেডানের।