এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি কলকাতা লিগে তরুণ ফুটবলারদের নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার মঞ্চ করে দিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং সেই মঞ্চকেই কাজে লাগিয়েই সুহেল, এংসং, টাইসনরা নজর কেড়েছেন ফুটবল মহলের। শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে মহামেডানের বিরুদ্ধে সুপার সিক্সের ম্যাচে খেলতে নামবে কোচ বাস্তব রায়ের তরুণ ফুটবলাররা। যদিও এএফসি কাপ, আইএসএল এর অসংখ্যা ম্যাচ থাকার কারণে দলের কিছু পরিবর্তন ঘটতে পারে বলে জানা যায়। মহামেডান ম্যাচের আগে মোহনবাগান কোচ বাস্তব রায় দলের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।
আরও পড়ুন- সৌদি আরবের বিরুদ্ধে লড়বে ভারতের এই একাদশ ফুটবলার
বাস্তব রায় জানিয়েছেন, "মহামেডান যথেষ্ট শক্তিশালী দল। তারা লিগ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে আছে। সেই দলের বিরুদ্ধে ভাল খেলাটা আমাদের যুব দলের কাছে চ্যালেঞ্জ। আইএসএল চলছে। এ এফ সি কাপ দোরগোড়ায়। যুব দলের কয়েকজন ফুটবলার রয়েছে সিনিয়র দলে। সেসব কথা মাথায় রেখেই দল নির্বাচন করতে হবে। তবে যারা খেলবে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করবে। মহামেডানের বিরুদ্ধে গ্রুপ লিগে ৯৬ মিনিট পর্যন্ত ২-১ এগিয়ে থেকেও সংযোজিত বিতর্কিত সময়ের গোল আমরা জিততে পারিনি। ড্র হয়েছিল ম্যাচ। সেটা মাথায় রাখছি। শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামব আমরা।"
এর সাথে যোগ করেছেন, "আমরাই একমাত্র ক্লাব যাঁরা যুব দল খেলানোর ঝুঁকি নিয়ে ঘরোয়া লিগে টিম নামিয়েছি। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে ঘরোয়া লিগে খেলিয়ে ফুটবলারদের সিনিয়র টিমের জন্য তৈরি করা। আমার দলের প্রাথমিক লক্ষ্যই ছিল সুপার সিক্সে ওঠা। সেটাতে সফল হয়েছি। অঙ্কের বিচারে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। সেই জন্যই আমি ফুটবলারদের বলে দিয়েছি চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা খেলো। নিজেদের মেলে ধরার এরকম সুযোগ পাবে না। সুযোগ কাজে লাগাও।"