এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভোরে নেমে সন্ধ্যেবেলায় বড় ম্যাচের মত উত্তেজক ম্যাচে ডাগআউটে বসে নবাগত ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বুঝে গিয়েছেন, তার নতুন দলের এমন হাল কেন? মোহনবাগানের বিরুদ্ধে এই করুণ হার থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার ভুবনেশ্বরে ওড়িশা এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড।
তার আগে সোমবার সকালে অনুশীলন করে উঠে সাংবাদিক বৈঠকে অস্কার জানিয়ে গেলেন, দুই দিনের প্রস্তুতিতে কতটা উন্নতি হয়েছে ইস্টবেঙ্গলের। এই নিয়ে অস্কার বলেছেন, "আমি পুরোপুরি আত্মবিশ্বাসী কারণ আমরা অনুশীলনে অনেক কিছুর পরিবর্তন এনেছি। একটি অনুশীলন পর্বে সব কিছু বুঝে নেওয়া কঠিন। আমাদের পরিকল্পনা হল দীর্ঘ অনুশীলন না করে অনুশীলনে অধিক লক্ষ্য স্থির করা।"
"আমরা আক্রমণগত দিক থেকে উন্নতি করার চেষ্টা করছি, দলের ভারসাম্য এবং বোঝাপড়াকে শুধরে নেওয়ার চেষ্টায় আছি এবং প্রয়োজনে যখন সমস্ত চাপ প্রয়োগ করে প্রতিপক্ষের বিরুদ্ধে অধিকতর সুযোগ তৈরি করতে হবে।"
এরপর অস্কার বলেছেন, "এমন খুব কম ম্যাচ রয়েছে যেখানে ইস্টবেঙ্গল প্রতিপক্ষের থেকে বেশি সুযোগ তৈরি করেছে এবং এর কারণ শুধুমাত্র আক্রমণের দূর্বলতা নয়, কারণ আমাদের রক্ষণগত ত্রুটি। আমরা রক্ষণে আমাদের পরিসংখ্যান শুধরানোর চেষ্টা করছি এবং চেষ্টা করছি যাতে আক্রমণে আরও বেশি আত্মবিশ্বাস আনা যায়।"
"এখন আমরা চেষ্টা করছি কতগুলি প্রয়াসে আমরা গোল খেতে পারি এবং কতগুলি গোল খেয়েছি সেই পরিসংখ্যানকে ঠিক করতে। আমাদের রক্ষণকে সাহায্য করতে হবে, বুঝতে হবে কখন আর কোথায় কী পরিস্থিতি তৈরি হচ্ছে। আশা করছি মঙ্গলবার আমরা জিতব, খুবই ভালো হবে যদি দল তার পরিকল্পনা ও ভাবনাচিন্তা বদলে ফেলে। তবে এটি একটি প্রক্রিয়া এবং এতে সময় লাগে। তবে সত্যি বলতে গেলে আমাদের ক্লাব সেই প্রক্রিয়ায় থাকার জন্য সময় দিতে পারবে না।"
দলের ইতিবাচক ফলাফল আনা নিয়ে অস্কার বলেছেন, "যদি আমরা অল্প সময়ে ফলাফল না আনতে পারি, তাহলে মরশুম আরও ছোট হতে থাকবে এবং আমরা আইএসএলের প্রথম ছয়ে থাকতে পারব না। এখন আমরা ষষ্ঠ স্থান থেকে ৬-৭ পয়েন্ট দূরে রয়েছি, আর সেটি তেমন কিছুই না, সেটি মাত্র দুটি ম্যাচ জিতলেই হয়ে যাবে। পরপর দুটি ম্যাচ জেতার সম্ভাবনার আশা রাখা যেতেই পারে।"
শেষে অস্কারকে জিজ্ঞেস করা হয়েছিল, আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনও পরিবর্তন আনা হবে কিনা। এই নিয়ে অস্কার বলেছেন, "যেটুকু তথ্য আমি দিতে পারি তা হল আমায় এই দলের সম্বন্ধে পড়াশোনা করতে হবে। একটি বিষয় আমার পরিকল্পনায় রয়েছে বা আমার পছন্দের, তবে আমায় বুঝতে হবে খেলোয়াড়দের কি প্রয়োজন এবং আমাদের খেলোয়াড়দের গুণগত মান অনুযায়ী সব থেকে উপযোগী পরিকল্পনা তৈরি করতে হবে। আমায় ওদের অনেকটা খেলা দেখতে হবে, ওদের অনুশীলন আর ম্যাচ রেকর্ড করতে হবে।"
"আমার ১০০ শতাংশ মানসিক প্রয়াস সেই দিকেই রয়েছে। আমি ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাই না, কারণ এখন এই সময় নেই যে কোন খেলোয়াড় আসবে এবং কে বেরোবে সেটা নিয়ে বলার। আমায় চেষ্টা করতে হবে আরও উপযোগী অনুশীলন ও খেলার আয়োজন করার, যাতে বেশি করে পয়েন্ট পাওয়া যায়।"
"যদি আমরা সঠিক পারফর্মেন্স না পাই, তাহলে অনেক খেলোয়াড়কে বিদায় নিতে হতে পারে। তবে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য, আর এই দলটিকে সাহায্য করতে হবে ইস্টবেঙ্গলের মর্ম বোঝাতে।"