এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চমকে গেলেন না! বর্তমানে যথাক্রমে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্যারিস সেইন্ট জার্মেইনে খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসি দুজনেই নিজেদের পুরোনো ক্লাবের বর্ষসেরা খেলোয়াড় হিসেবেই অবস্থান করছেন। কোনও পুরষ্কার নয়, বরং পরিসংখ্যানই এই দাবি তুলে ধরেছে।
কিন্তু কিভাবে? ২০২১ প্রায় শেষ হতে চলেছে, আর মাত্র কয়েক দিন বাকি। আর এই বছরের আগস্টে একদিকে বার্সিলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছেন লিওনেল মেসি, অন্যদিকে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
তবুও নিজেদের পুরোনো ক্লাবের হয়ে সেরা এই দুই মহাতারকা। আসলে, ২০২১ সালের শেষ অবধি বার্সিলোনা ও জুভেন্টাসের হয়ে সর্বোচ্চ গোল করেছেন মেসি ও রোনাল্ডো দুজনেই, যেখানে এই দুই মহাতারকাই সেই ক্লাবগুলিতে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন গত মে মাসে।
২০২১ সালে বার্সিলোনার হয়ে ২৮টি গোল করে শীর্ষে লিওনেল মেসি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছেন আঁতোয়া গ্রিজম্যান, ১৫টি গোল করেছেন তিনি। তৃতীয় স্থানে মেম্ফিস ডিপে (৮), চতুর্থ ফ্রেঙ্কি ডি জং (৭) ও পঞ্চম উসমান ডেম্বেলে (৬)।
অন্যদিকে, জুভেন্টাসের কথা বললে, চলতি বছরে সব থেকে বেশি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (২০)। এরপর তিন গোল কম করে দ্বিতীয় স্থানে রয়েছেন আলভারো মোরাটা। তৃতীয় স্থানে ১৫ গোল করে আছেন ফেডেরিকো চিয়েসা। চতুর্থ স্থানে পাবলো ডিবালা (১১), আর পঞ্চম স্থানে ছয় গোল করে যৌথভাবে রয়েছেন জুয়ান কুয়াদ্রাদো ও ম্যাককেনি।
ফলে বোঝাই যাচ্ছে, বর্ষসেরা হতে গোটা মরশুমও খেলতে হয় না মেসি-রোনাল্ডোদের। আর পরিসংখ্যানই সেই দাবি তুলে ধরেছে।