এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারোত্তলক মীরাবাই চানু, যিনি গত বছর টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন, তাকে শনিবার মণিপুর পুলিশে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অলিম্পিক কৃতিত্বের সম্মানে গত বছর তাকে এই চাকরিতে ভূষিত করা হয়েছিল।
২৭ বছর বয়সী মীরাবাই চানু শনিবার, মণিপুর পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রীড়া) হিসাবে দায়িত্ব নিয়েছেন, এই খবরটি প্রকাশ হওয়ার পর চানুকে শুভেচ্ছা জানিয়ে দেশের নানা প্রান্ত থেকে টুইটের বন্যা বয়ে যায়। টুইটারে চানুর অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাবার পাশাপাশি চানুর বাবা মা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মণিপুরের ইম্ফল পূর্ব জেলার নংপোক কাকচিং গ্রামের বাসিন্দা মীরাবাই চানু, গত বছর ভারোত্তলনে ভারতের প্রথম অলিম্পিক রৌপ্য পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন।
চানু এর আগে ২০১৪ গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে রৌপ্য জিতেছিলেন। ২০১৬ সালে, তিনি রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। ২০১৭ সালে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে, ৪৮-কেজি বিভাগে রেকর্ড গড়ে চানু স্বর্ণপদক জেতেন। তিনি ২০২০ এশিয়ান ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।