এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিকে মহিলা হকির গ্রুপ পর্বে ভারতীয় মহিলারা ভালো পারফর্মেন্স করলেও কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তাটা সহজ ছিল না। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেও ভারতকে অপেক্ষা করতে হয়েছে গ্রেট ব্রিটেন বনাম আয়ারল্যান্ডের ম্যাচের জন্য।
শেষ ম্যাচে আয়ারল্যান্ড যদি হারত, তাহলে ভারত কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করত। আর ঠিক তাইই হয়েছে। গ্রেট ব্রিটেনের কাছে ০-২ ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। আর এর জেরে গ্রুপে চতুর্থ হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ভারত।
এর জেরে পুল এ থেকে যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডস, জার্মানি, গ্রেট ব্রিটেন ও ভারত। এখন পুল বি এর ম্যাচ শেষ হলে কোয়ার্টারে ভারতের আগামী প্রতিপক্ষ জানা যাবে।