এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। ২০১২ ও ২০১৪ সালের আইপিএল জয়ী এই ফ্র্যাঞ্চাইজিতে প্রতি বছরই তারকা খেলোয়াড়দের সমাহার থাকে। ২০২২ আইপিএলেও তার অন্যথা নেই।
তবে এই তারকা খেলোয়াড়দের ভিড়ে এরকম অনেক প্রতিভাও রয়েছেন বা ছিলেন, যাদের স্রেফ বেঞ্চে বসিয়ে বা ভুলভাবে ব্যবহার করে নষ্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। সম্প্রতি এক্সট্রা টাইম বাংলার লাইভ শোতে বাংলার প্রাক্তন ক্রিকেটার সৌরাশিষ লাহিড়ি জানিয়েছিলেন, এমন অসংখ্য উদাহরণ রয়েছে যারা কেকেআরে এসে নষ্ট হয়েছেন।
তবে এই ক্রিকেটাররাই অন্য দলে গিয়ে চমকে দিয়েছে, যা সত্যিই অবাক করার মত। তাহলে চলুন, দেখে নেওয়া যাক এমন ক্রিকেটার, যারা কেকেআরে এসে অসফল, কিন্তু অন্য দলে বেশ ভালোমত সফল।
১. কুলদীপ যাদব -
কেকেআরের বাতিলের তালিকায় সব থেকে বড় নাম নিঃসন্দেহে কুলদীপ যাদব। গত দুই বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার খুব কম সুযোগ পেয়েছিলেন। বেঞ্চে বসে আত্মবিশ্বাস নষ্ট হয়ে গিয়েছিল কুলদীপের। কিন্তু আইপিএল ২০২২ এ দিল্লি ক্যাপিটালসে গিয়েই চমকে দিয়েছেন এই চায়নাম্যান। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়েছেন তিন উইকেট।
২. সূর্যকুমার যাদব
২০১৪ থেকে ২০১৭ সাল অবধি কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন এই মুম্বইকার। হয়েছিল গৌতম গম্ভীরের ডেপুটিও। কিন্তু ব্যাটিং অর্ডারে সূর্যকুমার যাদবের কোনও নির্দিষ্ট জায়গা ছিল না। কোনদিন ফিনিশার, আবার কোনদিন তিন-চার নম্বরে খেলতেন সূর্য। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর একেবারে পরিবর্তন হয়ে যায় সূর্যর ফর্ম। মূলত টপ অর্ডারেই সূর্যকে ব্যাট করতে দিয়েছে মুম্বই, আর তার দারুণ ব্যবহার করেছেন সূর্য।
৩. ক্রিস গেইল
ইউনিভার্স বস ক্রিস গেইলের আইপিএলে আগমণ হয় কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে ওপেনিংয়ে গেইল তিন বছরে মাত্র ১৬টি ম্যাচ খেলেন, ৩০.৮৭ গড়ে ৪৬৩ রান করেছেন। তবে ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে যোগ দেওয়ার পর একেবারে নিজস্ব মেজাজে ব্যাট করেন গেইল। ৩০০০ এর বেশি রান, ১৫০ এর স্ট্রাইক রেট - সবই বোঝায় গেইল আরসিবিতে কতটা সফল।