এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে বিসিসিআই সচিব জয় শাহ নিশ্চয়তা দিয়েছেন, আইপিএলের পঞ্চদশ সংস্করণ প্রত্যাশামতই হবে ভারতে।
এই নিয়ে জয় শাহ বলেছেন, "আমি জানি প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন চেন্নাই সুপার কিংসকে চিপকে খেলতে দেখতে। সেই মুহুর্তটি খুব দূরে নেই, আইপিএলের পঞ্চদশ মরশুম ভারতে অনুষ্ঠিত হবে এবং নতুন দলের যোগদানে আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। আমাদের একটি মেগা নিলাম রয়েছে যেখানে দেখা যাবে নতুন কম্বিনেশন কেমন হবে।"
এদিকে ২০২১ আইপিএলে চেন্নাই সুপার কিংসের জয় নিয়ে জয় শাহ বলেছেন, "চেন্নাই সুপার কিংসের এই সাফল্যের জন্য এন শ্রীনিবাসনকে কৃতিত্ব দেওয়া যায়, যেহেতু তিনি কঠিন সময়ে দলের পাশে দাঁড়িয়েছেন। আমায় কাশী বিশ্বনাথনের কথাও যোগ করতে হবে, যিনি দলকে আঠার মত জুড়ে রেখেছেন।"