এই দুটো কাজ করলে ভারতকে হারাতে পারবে নিউজিল্যান্ড, টোটকা শোয়েব আখতারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ভারত। অপরাজিত থেকে ফাইনালে উঠেছে ভারত, অন্যদিকে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড হেরেছে ভারতের কাছে। ফলে ফাইনালে এগিয়ে ভারতই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করছেন, এই দুটি উপায়ে নিউজিল্যান্ড ফাইনালে হারাতে পারবে ভারতকে। তিনি বলেছেন, "নিউজিল্যান্ডকে ভুলে যেতে হবে ওরা ভারতের বিরুদ্ধে খেলতে নামছে, ভুলে যেতে হবে ওরা আন্ডারডগ হিসেবে নামবে ফাইনালে। মিচেল স্যান্টনারের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে। অধিনায়ক হিসাবে উনি চাইবেন ট্রফি জিততে।"
এরপর আখতার বলেছেন, "সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণ করতে চাইবে। কিউই স্পিনারদের আক্রমণ ভোঁতা করে দিতে চাইবে তারা। স্যান্টনারকে আক্রমণ করবে রোহিত। আমরা মনে হয় ম্যাচে ভারত ৭০ শতাংশ এগিয়ে রয়েছে। কিন্তু নিউজিল্যান্ড যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে জেতা সম্ভব।"