শেষ ম্যাচ জিততেই শিল্ড এল মোহনবাগানে

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: শেষ ভালো যার, সব ভালো তার! সে কারণেই ৬১,৬০০ দর্শকের সামনে জিততে চাইছিল মোহনবাগান, জিতলও। লিগ জয়ের শিল্ড হাতে পাওয়া ছাড়া সবকিছুই সারা মোহনবাগানের।
চ্যাম্পিয়নশিপ ম্যাচ। লিগের দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়ার থেকে মোহনবাগান আসলে কতটা এগিয়ে, তারই দেখার বিষয় ছিল এদিনের ম্যাচে। বাকিটা শুধু সেলিব্রেশন!
তবুও কে বলবে, এই ম্যাচের হার-জিতের ওপর লিগের কিছু আসে-যায় না! দুই দলের ২২ জন ফুটবলার, দুই কোচ এবং বেঞ্চের বাকিরা ম্যাচটি সিরিয়াসলি নিয়েছিল। সঙ্গে শিল্ড দেখতে আসা মাঠভরা যুবভারতী।
প্রথমার্ধে ছিল তুল্যমূল্য লড়াই। গোয়াও দ্রুত আসছিল আক্রমণে। মোহনবাগান মাঝমাঠে সুসংহত। এর মধ্যেই সেলিব্রেশন শুরু হলেও রেফারি মনবীরের গোল বাতিল করেন, চতুর্থ রেফারির সঙ্গে আলোচনার পর। পড়ে যাওয়ার সময় বল লাগে দিমি পেট্রাটোসের হাতে। চার ডিফেন্স নিয়ে মাঝমাঠ শাসন করল মোহনবাগান। গ্রেগ স্টুয়ার্ট ও অনিরুদ্ধ থাপা মাঝমাঠ নিয়ন্ত্রণ করলেন।
দ্বিতীয়ার্ধে আশিস রাইকে তুলে নামানো হয় দীপেন্দু বিশ্বাসকে। এরই মধ্যে একটি ফিরতি বল গোলরক্ষক ঋত্বিক তেওয়ারিকে ব্যাক হেড দিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে নিজের গোলেই বল জড়ালেন বরিস সিং।
দ্বিতীয় গোলটি অতিরিক্ত সময়, কমিংস বল ছিনিয়ে নিতে সেই বল নিখুঁত নিশানায় জালে জড়ালেন গ্রেগ স্টুয়ার্ট।
পরপর দুবার আইএসএল শিল্ড জিতল মোহনবাগান। রাতটা সবুজ-মেরুনের!