পর্তুগাল জাতীয় দলে ডাক পেল রোনাল্ডোর ছেলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কথায় বলে, 'বাপকা বেটা, সিপাহী কা ঘোড়া।' ক্রিশ্চিয়ানো রোনাল্ডার ছেলের ক্ষেত্রেও একদম সত্য কথাটি। রোনাল্ডার বড় ছেলে ক্রিশ্চিয়ানো দস সান্তোস প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাকা পেয়েছেন।
মঙ্গলবার এ কথা জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। সান্তোসের বয়স মাত্র ১৪ বছর। রোনাল্ডোর বড় পুত্র তাঁর বাবার মতোই সৌদি আরবের আল-নাসরের হয়ে খেলে। পাশাপাশি তাঁর বাবার প্রাক্তন দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসে খেলার অভিজ্ঞতা রয়েছে ছেলের।
১৩-১৮ মে ক্রোয়েশিয়ায় রয়েছে ভ্লাটকো মার্কোভিচ যুব টুর্নামেন্ট। এই টুর্নামেন্টেই পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলবে রোনাল্ডোর বড় ছেলে। এই টুর্নামেন্টে পর্তুগাল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিরুদ্ধে।
ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখে গর্বিত বাবা রোনালদো নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অনুভূতি, "আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।" ক্রিশ্চিয়ানো জুনিয়র মূলত ফরোয়ার্ড পজিশনে খেলেন। তার সম্ভাবনা নিয়ে রোনাল্ডো আগেও বলেছিলেন, "আমি তার খেলা উপভোগ করি। সবকিছু নির্ভর করে তার নিজের পরিশ্রম আর মানসিকতার ওপর।"