সাদা বলের ক্রিকেটের সিংহাসনে রাজ, লাল বলে বড়সড় পতন ভারতের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার তিন ফর্ম্যাটে আইসিসির বার্ষিক র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। আর সেখানে সীমিত ওভারের র্যাঙ্কিংয়ে ভারতের জয়জয়কার হলেও টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ে বড়সড় আঘাত পড়েছে।
টি২০ ও ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ওয়ানডে ক্রিকেটে ভারতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান, আর ষষ্ঠ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
এদিকে টি২০ আন্তর্জাতিকের কথা বললে, ভারতের পরেই রয়েছে অস্ট্রেলিয়া। তারপর যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।
তবে টেস্ট ক্রিকেটে ভারত নেমে এসেছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। আর ভারতের ঠিক উপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।