১৪ বছরের বৈভবের থেকে ছেলেকে সাবধান হতে বললেন ১৭ বছরের আয়ুষের বাবা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএল দুই কিশোরের জন্য বড় মঞ্চ হয়ে উঠেছে। এক দিকে রাজস্থান রয়্যালসের ১৪ বছরের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশী, অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রে। বৈভব মাত্র ৩৫ বলে শতরান করেছেন সম্প্রতি, আর আয়ুষ ৪৮ বলে করেছেন ৯৪ রান।
কিন্তু আয়ুষকে বৈভবের থেকে সাবধান হতে বলছেন খোদ আয়ুষের বাবা যোগেশ মাত্রে। তিনি পরামর্শ দিয়েছেন, বৈভবের নকল যেন আয়ুষ না করে। যোগেশ চান, আয়ুষ মন দিয়ে ক্রিকেট খেলুক।
এই নিয়ে যোগেশ বলেছেন, "আমি আয়ুষকে পরামর্শ দিয়েছি, ও আর বৈভব সম্পূর্ণ আলাদা ধরনের ব্যাটার। বৈভব বাঁ হাতি। আয়ুষ ডান হাতি। তাই যদি কেউ ওকে বৈভবের সঙ্গে তুলনা করে তা হলে সেটা নিয়ে ওকে মাথা ঘামাতে নিষেধ করেছি। ওকে বলেছি, বৈভবকে নকল করে ওরকম শতরান করতে যেও না। আমার মনে হয়, এখন নিজের উপর চাপ নেওয়ার কোনও দরকারই নেই আয়ুষের। এখনও অনেক পথ চলা বাকি।"
এদিকে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনি খুশি আয়ুষের খেলা দেখে, সেটি নিয়েও বলেছেন যোগেশ। তিনি বলেছেন, "ধোনি ওকে বলেছেন, ‘ভাল খেলেছ। আগামী ম্যাচগুলোতেও এই ভাবেই খেলতে হবে।’ ধোনির মতো একজন কিংবদন্তির কাছে এই প্রশংসা কম নয়। আমার মনে হয়, ধোনি আয়ুষের প্রতিভা চিনতে পেরেছেন। আয়ুষের উপর বিশ্বাস রাখছেন। এই বিশ্বাসের দাম আয়ুষ ঠিক দেবে।"