২৮ বলে শতরান করা এই বিধ্বংসী ব্যাটারকে আইপিএলের মাঝে সই করাল চেন্নাই সুপার কিংস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৫ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে আগামী মরশুমের জন্য দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবার তরুণ উইকেটকিপার-ব্যাটার বংশ বেদীর পরিবর্তে ২৬ বছর বয়সী কিপার-ব্যাটার উরভিল প্যাটেলকে সই করাল চেন্নাই।
এই উরভিল প্যাটেলের নামে রয়েছে মারাত্মক একটি রেকর্ড, ভারতের দ্রুততম টি২০ শতরানকারী হিসেবে রেকর্ড রয়েছে উরভিলের। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে মাত্র ২৮ বলে শতরান করেছিলেন গুজরাটের এই কিপার-ব্যাটার। চলতি আইপিএলের মাঝে চেন্নাই তিনজন খেলোয়াড়কে ট্রায়ালে ডেকেছিল, যার মধ্যে ছিলেন উরভিল। বাকি দুজন হলেন আমন খান ও সলমন নিজার।
Say Yellove to Urvil Patel! ????????????
— Chennai Super Kings (@ChennaiIPL) May 5, 2025
PS: This young lion has the joint fastest ???? in the Syed Mushtaq Ali Trophy to his credit!
Roar loud and proud, Urvil! ????????#WhistlePodu #Yellove ???????? pic.twitter.com/hxyOzWVSnP
সেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ইনিংসে দুটি শতরান সহ ৩১৫ রান করেছিলেন উরভিল, যেখানে গড় ছিল ৭৮ এর বেশি এবং স্ট্রাইক রেট প্রায় ২৩০। টি২০ কেরিয়ারের কথা বললে, ৪৭ ম্যাচে ১১৬২ রান করেছেন উরভিল, যেখানে দুটি শতরানের সাথে চারটি অর্ধশতরানও রয়েছে। ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সের অংশ ছিলেন উরভিল।
এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে অভিষেক করার কথা ছিল বংশ বেদীর, কিন্তু শেষ মুহুর্তে চোট পাওয়ার কারণে দীপক হুডাকে একাদশে আনতে হয়। জানা গিয়েছে, বাঁ পায়ের গোড়ালিতে লিগামেন্ট ছিঁড়েছে বংশের।