ফুটবলের পর এবার কোচিংয়ের পাঠ শিখছেন রয় কৃষ্ণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বল পায়ে গোলের পর গোল করেছেন, জিতেছেন অসংখ্য খেতাব। তবে এই মরশুমটাই হয়ত শেষ ফিজির এই তারকা ফরোয়ার্ডের। এই পরিস্থিতিতে এবার কোচিংয়ের পাঠ শিখে নিচ্ছেন রয় কৃষ্ণা।
ভুবনেশ্বরে এআইএফএফের ডি লাইসেন্স কোর্সের ক্লাসে দেখা গেল রয় কৃষ্ণাকে। সেখানে রয়ের সাথে ছিলেন ওড়িশা এফসির সিইও রাজ আঠওয়াল ও জেনারেল ম্যানেজার রবি খেদার। যদিও এই ক্লাসের আয়োজন করেছে ওড়িশা এফসি।
এই ডি লাইসেন্স কোর্স কোচিংয়ের শিক্ষার প্রাথমিক পর্ব। এরপর সি, বি আর এ কোর্স রয়েছে। সব শেষে রয়েছে প্রো কোর্স। ফলে রয় কৃষ্ণা ফুটবলেই থাকছেন, সেটা বলাই যায়। এবার ভবিষ্যতের রয়দের তৈরি করবেন কৃষ্ণা।