রান পাচ্ছিলাম না বলে চিন্তিত ছিলাম না, ফর্মে ফিরে শান্ত আন্দ্রে রাসেল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার রাজস্থান রয়্যালসকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে যে ইনিংস খেলেছিলেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল, সেটিই ম্যাচের টার্নিং পয়েন্ট। ঝোড়ো অর্ধশতরান করে দেখিয়ে দিলেন, ফর্মে ফেরাটা তার সময়ের অপেক্ষা।
ম্যাচ জেতার পর আইপিএলের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেছেন, "গত কয়েকটা ম্যাচে রান পাচ্ছিলাম না। অনুশীলনে বেশ ভাল মারছিলাম। আমি বুঝতে পারছিলাম, বড় রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা। টেকনিক নিয়ে আমি একটুও চিন্তিত ছিলাম না। রান পাচ্ছিলাম না বলেও চিন্তিত ছিলাম না। গ্যালারিতে দর্শকদের কাছে কিছু বল ফেলতে পেরে ভাল লাগছে। সমর্থকরা আমাদের জন্য গলা ফাটাচ্ছে, এটাই ভাল লাগছে। সব থেকে বড় ব্যাপার ম্যাচটা আমরা জিতেছি।"
ব্যাটিংয়ে অফ ফর্মে থাকলেও তুলনামূলকভাবে বোলিংয়ে ভরসা জুগিয়েছেন রাসেল। সে নিয়ে রাসেল বলেছেন, "আমি যদি ১২ বলও করতে পাই, তাহলে ৮টা বা ৯টা বল বা ১২টা বলই সঠিক জায়গায় রাখার চেষ্টা করি। কিন্তু আমিও মানুষ। মাঝে মাঝে লাইন-লেংথ ঠিকঠাক হয় না। যতটা সম্ভব সঠিক জায়গায় বলটা ফেলার চেষ্টা করি। আমার ভূমিকায় আমি সন্তুষ্ট। কারণ আমার বোলিং আমার ব্যাটিংয়ের পরিপূরক আবার আমার ব্যাটিং আমার বোলিংয়ের পরিপূরক।"