কেন ছেড়েছিলেন অধিনায়কত্ব? মুখ খুললেন বিরাট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ২০২২-এ আচমকাই টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। তারপর তাঁকে সরিয়ে দেওয়া হয় ওয়ানডে নেতৃত্ব থেকেও। সেই নিয়ে প্রবল বিতর্কও হয়। অন্যদিকে তিনি বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়েন ২০২১ সালে। কিন্তু টেস্ট হোক বা আরসিবি, কেন নেতৃত্ব ছেড়েছিলেন কোহলি? সেই বিষয়ে মুখ খুললেন তিনি।
ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়া অধিনায়ক হিসাবে কিছুই জিততে পারেননি বিরাট। আরসিবির একটি পডকাস্টে কোহলি বলেন, “আমি আগেও বলেছি। আমি চেয়েছিলাম নিজেকে আরও পরীক্ষার মুখে ফেলতে। ২০১৬ থেকে ২০১৯-র মধ্যে আমার কাছে দল পরিবর্তনের বেশ কয়েকটা সুযোগ ছিল। এক সময় সব নিয়ে আমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে গিয়েছিল। কারণ একসঙ্গে অনেক কিছু ঘটছিল। ভারতকে ৭-৮ বছর নেতৃত্ব দিয়েছি। আরসিবি’র নয় বছর অধিনায়ক ছিলাম। আমার উপর প্রত্যাশার পাহাড় জমছিল। ব্যাট হাতে নামলেই ভালো কিছু করতে হত।”
অধিনায়ক হিসাবে আইসিসি ট্রফি জেতার সবচেয়ে ভাল সুযোগ কোহলি পেয়েছিলেন ২০১৯ সালে। কিন্তু সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে ১৮ রানে হারেন কোহলিরা। সেই হারের পর দিন তাঁর কী মানসিক অবস্থা ছিল তাও জানিয়েছেন কোহলি।
পরের দিন দেশে ফেরার বিমান ধরেছিলেন কোহলিরা। তিনি বলেন, “২০১৯ সেমিফাইনালে হারের ধাক্কা সামলানো মুশকিল ছিল। বুঝতে পারছিলাম না কী করব। পরের দিন সকালে উঠে কিছুই ভাল লাগছিল না। মাথা কাজ করছিল না। মনে হচ্ছিল, কোনও রকমে দেশে ফিরে বাড়ির ভিতরে ঢুকে যাই। বাইরে বেরোতেই ইচ্ছা করছিল না।”
কঠিন সময়ে বেঙ্গালুরু ছাড়ার কথাও মাথায় এসেছিল কোহলির। কিন্তু সেই ভাবনা শেষ পর্যন্ত ঝেড়ে ফেলেছিলেন তিনি। কোহলি বলেন, “মাঝে মাঝে আমার মনে হত, আমি কি এই দলকে নিজের সবটা দিতে পারছি। এই দলের সমর্থকেরা সবসময় আমাকে ভালবেসেছে। আমার হয়ে গলা ফাটিয়েছে। কিন্তু আমি কী করেছি? তবে এত বছর পরে বুঝেছি, এই দলটা আমার ঘর। এত বছরে এই সম্মান আমি অর্জন করেছি। যত দিন আইপিএল খেলব, এই দলেই খেলব। আমি এখন এ ভাবেই ভাবি।”