আসন্ন ইংল্যান্ড সফরই কি বিরাট-রোহিতদের জন্য ডেডলাইন? মুখ খুললেন গম্ভীর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তিনি বরাবরই সোজা কথা স্পষ্ট ভাবে বলতে ভালোবাসেন। ভারতীয় দলের হেড কোচ হিসাবে গৌতম গম্ভীর দায়িত্ব নেবার পর কম সমালোচনার মুখে পড়তে হয়নি তাঁকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিন্দুকদের মুখ একপ্রকার বন্ধ করে দিয়েছেন গম্ভীর। আসন্ন ইংল্যান্ড সফরে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিলেন ভারতীয় দলের হেড কোচ।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয় আসন্ন ইংল্যান্ড সফরই কি ফেয়ারওয়েল সিরিজ হবে রোহিত-বিরাটদের জন্য? উত্তরে গম্ভীর বলেন, "কোচের কাজ সিলেকশন নয়। নির্বাচকদের কাজ নির্বাচন করা। কোচ সেই দল থেকে ১১ জন ক্রিকেটারকে নির্বাচন করেন খেলার জন্য। কাজেই, এই ধারণা আছে যে, কোচই নির্বাচক। না, আমার আগের কোচ নির্বাচক ছিলেন, না আমি নির্বাচক। পাঁচ নির্বাচক নির্বাচন করেন খেলোয়াড়দের। তারা যখন এখানে আসবেন বা তাদের যদি এখানে ডেকে প্রশ্ন করতেন, তাহলে ভাল করে উত্তর দিতে পারতেন।"
গম্ভীর আরও বলেন, "যতদিন ওঁরা পারফর্ম করছেন, ততদিন তাঁদের অবশ্যই থাকা উচিত। কবে আপনি শুরু করবেন, আর কবে শেষ করবেন, তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনও কোচ, চেয়ারম্যান বা নির্বাচক বা বিসিসিআই বলতে পারবে না যে, আপনাকে এখনই শেষ করতে হবে। পারফর্ম করতে থাকুন, তাতে ৪০ কেন ৪৫ পর্যন্ত খেলুন।"