দুরন্ত বোলিং করেও বিরাট কোহলির কাছে বকা খেলেন কুলদীপ যাদব, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে লড়াকু ২৫২ রানের টার্গেট তুলেছে নিউজিল্যান্ড। তবে এই রান আরও হতে পারত, যদি আরও বেশি সময় খেলতেন নিউজিল্যান্ডের দুই তারকা ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। কিন্তু এই দুই তারকাকে আউট করেন ভারতের কুলদীপ যাদব।
তবে এমন কাজের পরেও বিরাট কোহলির কাছে জোর বকা খেলেন কুলদীপ। ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪১তম ওভারে, যখন কুলদীপের ভুলের জন্য রান আউট থেকে বঞ্চিত হয়েছিল ভারত। ওভারের দ্বিতীয় বলে মাইকেল ব্রেসওয়েল ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার দিকে শট মারেন।
কিন্তু রান নিতে গিয়ে নন স্ট্রাইকে থাকা ড্যারেল মিচেলের সাথে মাঝ পিচে ধাক্কা লাগে ব্রেসওয়েলের, সেই সুযোগে নন স্ট্রাইক এন্ডে বল ছোঁড়েন জাদেজা, যা অল্পের জন্য স্টাম্পে লাগেনি। কিন্তু সেই জায়গায় কুলদীপ থাকলে রান আউট হতে পারতেন ব্রেসওয়েল। যার পর বিরাট ও জাদেজা ধমক দেন কুলদীপকে।
— Drizzyat12Kennyat8 (@45kennyat7PM) March 9, 2025