কেন্দ্রীয় চুক্তি ও ইংল্যান্ড সফর প্রস্তুতি সংক্রান্ত বৈঠক স্থগিত বিসিসিআই-এর, জানুন কারণ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি এবং আসন্ন ইংল্যান্ড সফর প্রস্তুতি নিয়ে ২৯ মার্চ শনিবার গুয়াহাটিতে যে গুরুত্বপূর্ণ বৈঠকটি হওয়ার কথা ছিল, তা স্থগিত করেছে বিসিসিআই। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, বৈঠকের নতুন দিন এখনও নির্ধারিত হয়নি। এই বৈঠকে সিনিয়র পুরুষ দলের ভবিষ্যত নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল।
এই বৈঠকের বিলম্ব হওয়ার ফলে কেন্দ্রীয় চুক্তি চূড়ান্তকরণ এবং টেস্ট স্কোয়াড নিয়ে পরিকল্পনা আরও পিছিয়ে যেতে পারে। ইংল্যান্ড সফর শুরু হচ্ছে ২০ জুন, ফলে সময় খুবই সীমিত।
রোহিত শর্মা সম্ভবত তাঁর A+ চুক্তি ধরে রাখবেন, কিন্তু তাঁর টেস্ট কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিরাট কোহলির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ইংল্যান্ড সফর যদি "মেক-অর-ব্রেক" সিরিজ হিসেবে ধরা হয়, তবে দু’জনের ওপরই পারফর্ম করার চাপ থাকবে।
শ্রেয়াস আইয়ারের সম্ভাব্য প্রত্যাবর্তন যৌক্তিক মনে হচ্ছে, বিশেষ করে তাঁর সাম্প্রতিক কামব্যাক পারফরম্যান্সের পর। গত বছর তাঁকে বাদ দেওয়া নিয়ে বিতর্ক হয়েছিল।
অন্যদিকে বরুণ চক্রবর্তী এক চমকপ্রদ নাম হতে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।
বিসিসিআই স্পষ্টতই টেস্ট দলে পরিবর্তনের দিকে এগোচ্ছে। রোহিত যদি সরে যান, তাহলে নতুন টেস্ট অধিনায়ক বেছে নেওয়ার কথাও ভাবা হতে পারে। ফলে বড় সিদ্ধান্ত আসতে পারে।
এখন দেখার বিষয়, বিসিসিআই এই স্থগিত হওয়া বৈঠক কবে পুনরায় নির্ধারণ করে। সময় কম — এই ইংল্যান্ড সফর ভারতের টেস্ট ক্রিকেটের ভবিষ্যতের জন্য দিশা নির্ধারণ করতে পারে, বিশেষ করে ২০২৬ পর্যন্ত।