চেন্নাইয়ের বিরুদ্ধে বড় এই রেকর্ড গড়তে চলেছেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার আইপিএলের জমজমাট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই তাদের প্রথম ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী। তবে এই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করতে পারেন বিরাট কোহলি।
চেন্নাইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩২ টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ১০৫৩ রান। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি।
শুক্রবার আর ৫ রান করলেই গড়বেন নতুন রেকর্ড। ১০৫৭ রান করে এই রেকর্ডের মালিক শিখর ধাওয়ান। বিরাট আর ৫ রান করলে অনন্য এই রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।