সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিল ইন্টার কাশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিলস কমিটি ইন্টার কাশীর বিরুদ্ধে নামধারী এফসির তিন পয়েন্ট কাটার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কাশী। একটি বিবৃতি প্রকাশ করে ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইন্টার কাশী।
নিজেদের বিবৃতিতে ইন্টার কাশী জানিয়েছে, এই বিষয়ে ফেডারেশন বা লিগের তরফ থেকে কোনও সরকারি বার্তা তারা পায়নি এবং এই সিদ্ধান্তে তারা অবাক। এই নিয়ে বিবৃতিতে লেখা হয়েছে, "ইন্টার কাশী ইতিমধ্যেই এআইএফএফকে স্পষ্ট বার্তা দেওয়ার জন্য লিখেছে এবং ফেডারেশনের তরফ থেকে স্বচ্ছতা ও সঠিক পদক্ষেপের দাবি করছে। প্রয়োজনে ক্লাব সমস্ত রকম আইনি পদক্ষেপের বিষয়ে চিন্তাভাবনা করতে ক্ষান্ত হবে না।"
গত ১৩ জানুয়ারি আইলিগের ৪৫তম ম্যাচে পাঞ্জাবের লুধিনায়ার শ্রী বাহিনী সাহিব স্টেডিয়ামে ইন্টার কাশীকে ২-০ গোলে হারিয়েছিল নামধারী এফসি। কিন্তু ম্যাচের পর কাশী অভিযোগ জানিয়েছিল, তাদের প্রতিপক্ষ ক্লেডসন কার্ভালহো ডা সিলভা নামের একজন ফুটবলারকে নামিয়েছিল, যিনি চারটি হলুদ কার্ড দেখার কারণে নির্বাসিত ছিল।
এই অভিযোগের ভিত্তিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি ম্যাচটি বাতিল করে দেয় এবং নামধারীর থেকে তিন পয়েন্ট কেড়ে সেটি কাশীকে দেয়। কিন্তু নামধারী এফসি এই নিয়ে আবেদন জানায় ফেডারেশনের অ্যাপিলস কমিটিতে, যার ভিত্তিতে গত ২৭ মার্চ অ্যাপিলস কমিটি শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়।
এই সিদ্ধান্তের জেরে বর্তমানে ইন্টার কাশীর পয়েন্ট ৩৫ এ এসে দাঁড়িয়েছে, লিগ টপার চার্চিল ব্রাদার্সের থেকে ৩ পয়েন্টে পিছিয়ে। যার ফলে লিগ জেতার জায়গায় বড়সড় আঘাত পড়বে কাশীর।