ধোনির ডেরায় বিরাট উন্মাদনা! ইডেনের স্মৃতি কি ফিরবে চিপকে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কয়েকদিন আগেই চেন্নাইয়ে চলে এসেছেন বিরাট কোহলি ও আরসিবি। চিপকের মাঠে অনুশীলন শেষে বিরাট কোহলিকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল। এ যেন মাহির ডেরায় বিরাট রাজ। ইডেন হোক বা চিপক কোহলি যেখানেই খেলেন সেখানেই ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়।
ইডেনে যে ছবি দেখা গিয়েছিল আইপিএলের প্রথম ম্যাচে। সেই একই চিত্র দেখা গেল চিপকেও। কোহলিকে ঘিরে দর্শকদের মধ্যে রয়েছে বিরাট উন্মাদনা। তবে আশঙ্কা করা হচ্ছে নিরাপত্তা নিয়ে। ইডেনে কোহলিকে প্রণাম করতে মাঠে পড়েছিলেন ঋতুপর্ণ পাখিরা। চিপকে এই ছবি দেখা যাবে না তো?
চিপকে অনুশীলনের পরই সমর্থকদের সামনে আসেন বিরাট। দর্শকদের সবার আর্জি ছিল বিরাট যেন তাঁদের দিকে এগিয়ে আসেন এবং তাঁদের সঙ্গে ছবি তোলেন, অনেকে অটোগ্রাফের আবেদনও করেন কোহলিকে। কোহলিকে কাউকেই হতাশ করেননি। অনেক খুদের টি-শার্টে নিজের নাম সই করে দেন। অনেকে ডায়েরির পাতায় বিরাটের অটোগ্রাফ নিয়ে রাখেন।