শিলংয়ের পর শেফিল্ড, দুরন্ত হামজা চৌধুরী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথমবার দেশের হয়ে শিলংয়ে ভারতকে রুখে দিয়েছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী, আর এবার ইংল্যান্ডের শেফিল্ডে দুরন্ত ফুটবল খেলে দলকে জেতালেন। শুক্রবার শেফিল্ড ইউনাইটেড কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে, আর সেই ম্যাচে শেফিল্ডের হয়ে দুরন্ত ফুটবল খেললেন হামজা।
ব্রামল লেনে ৮৯ মিনিট খেলেছেন হামজা, সেই ম্যাচে বল ধরেছেন ৪৮ বার, পাস দিয়েছেন ৩১ বার, যার মধ্যে ২৫টি পাস সঠিক। ২টি ডুয়েল জিতেছেন, প্রতিপক্ষের পাস আটকেছেন ৪ বার। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে দুরন্ত ফুটবল খেলেছেন হামজা। যদিও গোল করেননি, কিন্তু ৮৯ মিনিটে মাঠ ছাড়তে সমর্থকদের অভিবাদন পান হামজা।
এই জয়ের জেরে ৮৩ পয়েন্ট নিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠল শেফিল্ড ইউনাইটেড। দ্বিতীয় স্থানে এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপের সেরা দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসবে। ফলে বলাই যায়, উত্তরণের পথেই রয়েছে হামজার শেফিল্ড ইউনাইটেড।