আইপিএলের পর কী এবার আইসিসির নিয়মেও এই বড় বদল?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কোভিডের সময় ক্রিকেটে বেশ কিছু নিয়ম বদল হয়েছিল আইসিসির নির্দেশে। সবচেয়ে বড় বিষয় ছিল, বলের উপর লালার ব্যবহার নিষিদ্ধ করা। ফলে সমস্যায় পড়েছিলেন জোরে বোলাররা। তবে খবর অনুযায়ী, সেই নিয়ম আর থাকছে না।
মহম্মদ শামি এই দাবি প্রথম করেন চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। সেই দাবির পরই, আইপিএল শুরুর ঠিক আগে ভারতীয় বোর্ড বলের উপর লালার ব্যবহারে অনুমতি দিয়ে দেয়। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, শুধু আইপিএলে নয়, এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সেটাই হতে চলেছে। চলতি সপ্তাহে দুবাইয়ে আইসিসির বৈঠক হয়। সেই বৈঠকে বেশ কিছু ক্রিকেটীয় নিয়ম বদল নিয়ে আলোচনা হয়। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে লালা ব্যবহার করা নিয়ে। বৈঠকে উপস্থিত অনেকেরই মনে হয়েছিল আগের নিয়ম ফিরিয়ে আনা হোক। এখন দেখার কবে এই নিয়ম লাগু হয়।
শুধু তাই নয় সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী আরও তিনটি নতুন নিয়ম লাগু হতে পারে, ১. লেগ স্টাম্পের বাইরে মার্কার থাকবে। তার বাইরে গেলে তবেই ওয়াইড বল ধরা হবে। ২. একদিনের ম্যাচে এক ইনিংসে দুটো বলের বদলে প্রথম ২৫ ওভারে ফিল্ডিং দলকে দুটো নতুন বল। তারপর যে কোনও একটা বল। ৩. ক্যাচ ধরার সময় বাউন্ডারি লাইনের বাইরে শরীরের সামান্য অংশও থাকলে আউট নয়।