কলকাতাকে হারিয়ে ২০২৫ আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেতে সেরা এই দল নামাবে রাজস্থান রয়্যালস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলের প্রথম ম্যাচে গত বছরের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর বুধবার গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে জয়ের পথে ফিরতে মরিয়া রাজস্থান দল।
রিয়ান পরাগের নেতৃত্বাধীন দলটি প্রথম ম্যাচে এসআরএইচ-কে প্রথমে ব্যাট করতে দিয়ে ২৮৬/৬ স্কোর করতে দেয়। রাজস্থানের হয়ে তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন।
জবাবে, পাওয়ার প্লেতে তিনটি উইকেট হারালেও রাজস্থান লড়াই চালিয়ে যায়। সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল অর্ধশতক করেন, পরে শিমরন হেতমায়ার এবং শুভম দুবের ছোট ছোট ঝোড়ো ইনিংসের মাধ্যমে রাজস্থান ২০ ওভারে ২৪২/৬ রানে ইনিংস শেষ করে।
অন্যদিকে কেকেআরও প্রথম ম্যাচে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে পরাজিত হয়। একনজরে দেখে নিন রাজস্থান রয়্যালসের সম্ভাব্য প্রথম একাদশ-
এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ উভয়ই টুর্নামেন্টে প্রথম জয়ের সন্ধানে মাঠে নামবে।