কলকাতায় প্রথম ম্যানচেস্টার সিটি ফুটবল স্কুল স্থাপনের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Photo- X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো ফুটবল স্কুল স্থাপন করতে চলেছে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব। কলকাতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায়, যা পশ্চিমবঙ্গের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এই পদক্ষেপটি ভারতের ফুটবলের বিকাশে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
লন্ডনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ‘পশ্চিমবঙ্গে সুযোগ সুবিধা’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনের পার্শ্ববৈঠকে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ম্যানচেস্টার সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের প্রতিভাবান ফুটবল খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং শক্তিশালী ক্রীড়া ভিত্তি প্রদান করা। প্রস্তাবিত এই ফুটবল স্কুলটি ৩ থেকে ১৭ বছর বয়সী খেলোয়াড়দের জন্য উন্মুক্ত থাকবে এবং তাদের প্রশিক্ষণ দেবেন ম্যানচেস্টার সিটি ফুটবল গ্রুপের নির্বাচিত পূর্ণকালীন কোচরা।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ম্যানচেস্টার সিটি এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হওয়ায় আমি আনন্দিত। কলকাতায় ফুটবল স্কুল স্থাপনের এই উদ্যোগে আমরা সবাই উপকৃত হব।" টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর, এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির (SNU) চ্যান্সেলর সত্যম রায়চৌধুরী বলেন, "আমরা একটি মৌ স্বাক্ষর করছি এবং এটি দেশের প্রথম ম্যানচেস্টার সিটি স্পোর্টস স্কুল হতে চলেছে।"
এই উদ্যোগের অধীনে খেলোয়াড়দের দক্ষতা উন্নত করার জন্য বিশেষ প্রতিবেদন তৈরি করে কলকাতার ম্যান সিটি ফুটবল স্কুলে পাঠানো হবে, যা ছাত্রদের খেলার প্রতি গভীর জ্ঞান এবং পেশাদারিত্বের মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে।
ফুটবল প্রশিক্ষণের পাশাপাশি, বেছে নেওয়া কিছু মেধাবী ছাত্রদের জন্য ম্যানচেস্টার সিটির ইংল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগও প্রদান করা হবে। এর ফলে প্রতিভাবান খেলোয়াড়রা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা আরও শাণিত করতে পারবে।