আর্সেনালের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল নাও খেলতে পারেন এমবাপ্পে-ভিনিসিয়াসরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে খেলবে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচের আগে বড়সড় দুশ্চিন্তায় লস ব্ল্যাঙ্কোসরা, যেখানে কোয়ার্টার ফাইনাল হয়ত নাও খেলতে পারেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্টোনিও রুডিগার ও ড্যানি সেবায়োস।
তবে চোট-আঘাত নয়, আচরণগত কারণের জন্য নির্বাসনের শাস্তি পেতে পারেন এই চার ফুটবলার। গত ১২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জয় পাওয়ার পর অশোভন সূচক সেলিব্রেশন করেছিলেন এই চার ফুটবলার, এই অভিযোগের ভিত্তিতে উয়েফা একজন এথিক্স ও ডিসিপ্লিনারি ইনস্পেক্টর নিযুক্ত করেছে তদন্তের জন্য।
সেখানে মূলত দেখা হবে রুডিগারের একটি বিশেষ সেলিব্রেশন, যেখানে তিনি অ্যাটলেটিকোর সমর্থকদের উদ্দেশ্যে গলা কাটার ভঙ্গি করছিলেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যেখানে এমবাপ্পে নিজের নিম্নাঙ্গ ধরে সেলিব্রেশন করছিলেন। এছাড়া ভিনিসিয়াস ও সেবায়োসও এমন অশ্লীল সেলিব্রেশন করেছেন বলে অভিযোগ এসেছে। যদি এই অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে এই চার ফুটবলারের উপর নির্বাসন বা জরিমানা বা দুটোই হতে পারে।
যদিও এমন ঘটনা নতুন নয়। গত ইউরোতে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে স্লোভাকিয়ার বিরুদ্ধে অশালীন সেলিব্রেশনের জন্য ৩০ হাজার পাউন্ড ও এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল। তার আগে ২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়েগো সিমিওনেকে জুভেন্টাসের বিরুদ্ধে অশ্লীল সেলিব্রেশনের জন্য ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।
তবে উয়েফার রায়ের জন্য অপেক্ষা করবে রিয়াল মাদ্রিদ, কারণ এই চার ফুটবলারের নির্বাসনে বড়সড় প্রভাব পড়বে কার্লো আনসেলোত্তির। আগামী ৮ এপ্রিল এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের বিরুদ্ধে প্রথম লেগ খেলবে, আর তার এক সপ্তাহ পর দ্বিতীয় লেগ খেলা হবে সান্তিয়াগো বার্নাবিউতে।