ইডেনের পর গুয়াহাটি! আইপিএলে নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়া কি ট্রেন্ডিং হয়ে পড়ছে?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ইডেনের পর গুয়াহাটি। আইপিএলে ম্যাচ চলাকালীন ফের একবার মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। তবে এই মাঠে ঢুকে পড়া কি এবারের আইপিএলের ট্রেন্ডিং হয়ে পড়ছে? সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা।
বুধবার গুয়াহাটিতে রাজস্থান রয়্যালস দল মুখোমুখি হয়েছিল নাইটরা। এই ম্যাচেও রাজস্থান দলকে নেতৃত্ব দিচ্ছিলেন রিয়ান পরাগ। খেলা চলাকালীন মাঠে তাঁর কাছে চলে আসেন এক ভক্ত। দ্বিতীয় ইনিংসে যখন রাজস্থান দল বল করছিল সেই সময় এক দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেন। পৌঁছে যান রিয়ান পরাগের কাছে, তাঁকেও প্রণাম করতে দেখা গিয়েছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
অনেকের মতে ঘটনাটি সাজানো। এক নেটিজেন বলেন, "রিয়ান পরাগের জন্য এক ফ্যান মাঠে ঢুকে পড়লেন। এত খারাপ দিন চলে এল?" অন্য একজন আবার লিখেছেন, "ক্রিকেটে এখনও পর্যন্ত কিছু অর্জন করেননি রিয়ান পরাগ। কিন্তু গুটিকয়েক ফ্যান তাঁকে ইতিমধ্যে ভগবান বানিয়ে ফেলেছেন।এটি সাজানো ঘটনা।" অন্য একজন লিখছেন , "টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে।" যদিও রিয়ানকে সমর্থনও করেছেন কেউ কেউ, "অসমের মতো একটা রাজ্য থেকে ভারতীয় দলে সুযোগ পাওয়া অত সহজ নয়। রিয়ান সেটা করে দেখিয়েছেন।"
শনিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচে ইডেনে মাঠের ভিতর ঢুকে পড়েন ঋতুপর্ণ পাখিরা। মাঠে ঢুকে পড়ে কোহলিকে প্রণাম করেন ঋতুপর্ণ। এদিনও দেখা গেল এক ছবি। নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠে গিয়েছে তেমনি আইপিএলে কি এই মাঠে ঢুকে যাওয়া ট্রেন্ডিং হয়ে পড়ছে? সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা।