যুবরাজ সিং আমার জন্য গোটা দুপুর রোদে দাঁড়িয়েছিলেন, কৃতজ্ঞ কেকেআর তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রখ্যাত ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রতি নিজের কৃতজ্ঞতা স্বীকার করলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার রমনদীপ সিং। তিনি জানিয়েছেন, তার উত্তরণের পিছনে যুবরাজের ভূমিকা অনস্বীকার্য।
এক সাক্ষাৎকারে রমনদীপ বলেছেন, "যুবি পাজির সঙ্গে আমার নিয়মিত কথা হয়। উনিও পাঞ্জাবের। আমি ভাগ্যবান যে তিনি আমার ব্যাটিং দেখেছেন। কোভিডের নিয়ম যখন প্রাথমিক ভাবে শিথিল করা হয়, তখন আমরা পিসিএ স্টেডিয়ামে অনুশীলন করতাম। যুবি পাজি আমাদের অনুশীলন দেখতে প্রায়ই আসতেন। একদিন আমার জন্য অনুশীলন করতে পারেননি। রোদের মধ্যে গোটা দুপুর টানা দাঁড়িয়েছিলেন আমার জন্য। আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে আমার ব্যাটিং রেকর্ড করছিলেন। আমার ফোন নম্বর নিয়ে পরে সেই ভিডিওগুলো আমাকে পাঠান। কীভাবে উন্নতি করতে হবে, আমাকে পরামর্শ দেন।"
যদিও শুধু রমনদীপ নয়, শুভমন গিল, অভিষেক শর্মা, অনমোলপ্রীত সিংদের মত তরুণ প্রতিভাদের উত্তরণের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন যুবরাজ। রমনদীপের মতই এরাও নিজেদের উত্তরণে যুবরাজকে কৃতিত্ব দিয়েছেন।