চিপকে ঘরের মাঠের সুবিধা পাই না আমরা! হেরে ক্ষুব্ধ চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২৫ এর মেগা ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ঘরের মাঠে ৫০ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ২০০৮ সালের পর প্রথমবার চিপকে চেন্নাইকে হারাল বেঙ্গালুরু। এই বড় হারের জেরে ক্ষোভ প্রকাশ করেছেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে ফ্লেমিং বলেছেন, "আমরা সঠিক ভাবে খেলতে পারিনি। পিচটা বোঝা খুব কঠিন ছিল কিন্তু ভেবেছিলাম শিশিরের জন্য বলটা দ্রুতগতিতে আসবে, কিন্তু বলটা আটকে আসছিল। আমরা কয়েকটি সুযোগ মিস করেছি। ওরা লড়াই করেছে এবং আমাদের কাছে সুযোগ এসেছিল ওদের আটকে রাখার, কিন্তু আমরা সেটি হাতছাড়া করি। ১৭৫ রান তাড়া করা হয়ত সম্ভব হত, কিন্তু আমরা তা পারিনি।"
এদিকে চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠের সুবিধা না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফ্লেমিং, যেখানে শেষ ছয়টি ম্যাচে তিনটিতে হেরেছে চেন্নাই। এই নিয়ে ফ্লেমিং বলেছেন, "চিপকে আমরা ঘরের মাঠের সুবিধা পাচ্ছি না। আমরা ঘরের বাইরে ম্যাচ জিতেছি, কিন্তু গত কয়েক বছর ধরে এখানকার উইকেট পড়তে সমস্যা হচ্ছে। ফলে এটা নতুন নয়, আমরা প্রতিদিন চেষ্টা করছি পিচটা বোঝার।"
টসে হেরে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৯৬/৭ এর বড় স্কোর খাঁড়া করে। যার জবাবে ২০ ওভারে মাত্র ১৪৬/৮ এ আটকে যায় চেন্নাই সুপার কিংস।