কামাখ্যা মন্দিরে পুজো দিয়েই জয়ের সন্ধানে নাইট ব্রিগেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কামাখ্যা মন্দিরে পুজো দিয়েই প্রথম জয়ের সন্ধানে কেকেআরের। নাইটদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দলের সিইও ভেঙ্কি মাইসোর, অধিনায়ক রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বরুণ চক্রবর্তীকে কামাখ্যা মন্দির প্রাঙ্গনে পুজোও দিয়েছেন দলের সাফল্য প্রার্থনা করে।
বুধবার গুয়াহাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের ছন্দে ফিরতে মরিয়া নাইটরা।
কেকেআরের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে দলের কোচ, ক্রিকেটাররা একে একে মন্দিরে প্রবেশ করছেন। তাঁদের হাতে পুজোর ডালা। তাঁরা মন্দিরে পুজো দেন। সিইও ভেঙ্কি মাইসোর বলেন, "আমরা মা কামাখ্যার আর্শীবাদ প্রার্থনা করলাম। গতবার এখানে খেলতে এসে দলের অনেক ক্রিকেটার এখানে এসেছিলেন পুজো দিতে। আমরা শেষবার চ্যাম্পি্য়ন হয়েছিলাম। এবারও ঠাকুরের কাছে সাফল্য প্রার্থনা করলাম।" দলের অধিনায়ক রাহানে বলেন, "এখানে এসে খুব ভালো লাগছে। কারণ এখানকার পরিবেশ খুবই ভালো।"
এই ম্যাচ নাইটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয় আসেনি, তবে রাজস্থানও প্রথম ম্যাচে হেরেছে হায়দরাবাদের বিরুদ্ধে। ফলে দুই দলই জয়ে ফিরতে মরিয়া থাকবে।