আইপিএলে শীর্ষস্থান ধরে রাখতে চেন্নাইয়ের বিরুদ্ধে তুরুপের তাস ব্যবহার করবে আরসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে বড় জয় ছিনিয়ে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। ৬ দিনের বিশ্রামের পর এবার বিরাট কোহলির দল মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রথম ম্যাচে বড় জয়ের সুবাদে ভালো নেট রান রেটের কারণে এখনও লিগ শীর্ষে আরসিবি। সেই স্থান ধরে রাখতে মরিয়া বেঙ্গালুরু দল।
চেন্নাইয়ের ঘরের মাঠে আরসিবির রেকর্ড খুব ভালো নয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চেন্নাইয়ে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে বেঙ্গালুরু।
জয়ের ধারা বজায় রাখতে অভিজ্ঞ বোলার ভুবনেশ্বর কুমারকে দলে ফেরতে পারে আরসিবি।
হাইভোল্টেজ এই ম্যাচে আরসিবির সম্ভাব্য একাদশ কী হবে? জেনে নিন-