এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএলে নতুন ভূমিকায় দেখা যেতে পারে ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংকে। রিপোর্ট অনুযায়ী, যুবরাজকে আইপিএল ২০২৫ মরসুমে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে।
যুবরাজ তাঁর প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন। সৌরভ বর্তমানে দিল্লি ক্যাপিটালসের পরিচালক। ২০২৩ মরসুম থেকে তিনি এই ভূমিকায় রয়েছেন এর আগে তিনি দলের মেন্টর ছিলেন।
প্রসঙ্গত, যুবরাজ সিং যখন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন তখন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের অধিনায়ক ছিলেন। যুবরাজ প্রায়শই সৌরভ গঙ্গোপাধ্যায়কে তাঁর উত্থানের জন্য কৃতিত্ব দিয়ে থাকেন।
গত কয়েক মাস ধরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আলোচনায় রয়েছেন যুবরাজ সিং। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের এর আগে কোনও কোচিংয়ের অভিজ্ঞতা নেই তবে এটি যুবির কোচিং দক্ষতার একটি বড় পরীক্ষা হবে।
তবে যুবরাজ এর আগে শুভমন গিল এবং অভিষেক শর্মার মতো তরুণদের ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন। গিল এবং অভিষেক উভয়েই বর্তমানে ভারতীয় আন্তর্জাতিক দলে খেলেছেন। এখন দেখার যদি সত্যিই যুবরাজ সিং দিল্লির কোচিংয়ের দায়িত্ব নেন তবে তিনি দলকে কতটা সাফল্য দিতে পারেন। তবে দেখার বিষয় ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায় কোন যুবরাজ সিংয়ের পুনর্মিলন।