প্লে-অফ থেকে ছিটকে গিয়ে বোর্ডকে কড়া চিঠি কেকেআরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতেই নির্ধারিত হয়ে যায় যে, প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে কেকেআর। এবার বোর্ডকে কড়া চিঠি কেকেআরের। টুর্নামেন্টের একেবারে শেষ সময়ে এসে কিছু নিয়মে কিছু বদল করেছিল বিসিসিআই। যার মধ্যে অন্যতম, গ্রুপ পর্বের বাকি ম্যাচ সহ প্লে অফেও ম্যাচ বাতিল ঘোষণার আগে ১২০ মিনিট বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আইপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, বাকি ম্যাচগুলিতে যাতে পুরো ২০ ওভার খেলা হয়, তার জন্য বৃষ্টি হলে বাড়তি ২ ঘণ্টা সময় দেওয়া হবে ম্যাচ করার। সোমবার পর্যন্ত যে নিয়মটা ছিল নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা বেশি অপেক্ষা করার। সন্ধ্যার ম্যাচের জন্য যে সময়টা ছিল রাত ১০.৫৬ মিনিট। প্লে অফের ম্যাচের জন্য অবশ্য ২ ঘণ্টা বাড়তি সময় আগেই নির্ধারিত ছিল। এবার সেই নিয়ম চালু হল গ্রুপ পর্বেও। আইপিএলের ১০ দলকে পাঠানো ই-মেলে বোর্ডের চিফ অপারেটিং অফিসার হেমাঙ্গ আমিন জানিয়েছেন, আগে বর্ষা এসে যাওয়ার কারণে গ্রুপ পর্বের ম্যাচেও বাড়তি ১২০ মিনিট বরাদ্দ রাখা হচ্ছে। আইপিএলের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর কেকেআর এই যুক্তি মানতে পারছে না।
বোর্ডকে দেওয়া চিঠিতে কেকেআর সিইও মাইসোর লিখেছেন, “মরসুমের মাঝপথে নিয়ম বদল যে কোনও কোনও ক্ষেত্রে দরকারি সেটা আমরা জানি। তবে নিয়ম চালু করার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকা উচিত বলে আমরা মনে করি। আইপিএল আবার শুরু হওয়ার সময়ে বোঝাই গিয়েছিল ১৭ মে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবে। সবাই পূর্বাভাস জানত। ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে গেলেও ১২০ মিনিট বাড়তি দেওয়ার নিয়ম তখন থাকলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ করাই যেত।"
তিনি আরও লিখেছেন, "ওই ম্যাচের পরেই কেকেআরের প্লে-অফের আশা শেষ হয়ে যায়। তাই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব থাকা এ ধরনের প্রতিযোগিতার ক্ষেত্রে কাম্য নয়। কেন আমরা এতটা ক্ষুব্ধ, সেটা আশা করি বুঝতে পারছেন।”