‘জেনারেশনের যুদ্ধে’ ধোনিকে পা ছুঁয়ে শ্রদ্ধা জানাল ১৪ বছরের বৈভব সূর্যবংশী

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ও প্রবীণ ক্রিকেটারের মধ্যে মঙ্গলবার এক অবিস্মরণীয় ‘জেনারেশনের যুদ্ধ’ দেখা গেল। ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী মুখোমুখি হলেন ৪৩ বছর বয়সী কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে তরুণ বৈভব ৩৩ বলে দুর্দান্ত ৫৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। ম্যাচের পর এক আবেগঘন মুহূর্তে ধোনির পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেন বৈভব, যা দেখে আবেগে ভেসে যায় ক্রিকেটপ্রেমীরা।
ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, তখনই বৈভব ধোনির পায়ে হাত দিয়ে শ্রদ্ধা জানান — যা ধোনির প্রতি তাঁর মুগ্ধতা ও সম্মানকে স্পষ্টভাবে প্রকাশ করে।
এই ম্যাচে রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ থেকে ছিটকে যাওয়ার আগেই নিজেদের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে বিদায় নেয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে বৈভব সূর্যবংশী দুর্দান্ত ব্যাটিং করে দলের হয়ে সর্বোচ্চ রান করেন।
চেন্নাইয়ের ইনিংসে আগে বল হাতে রাজস্থানের দুই পেসার আকাশ মাধওয়াল ও যুধবীর সিং চরক তিনটি করে উইকেট নেন, যার ফলে চেন্নাই ২০ ওভারে ১৮৭/৮ রানে থেমে যায়। রাজস্থান ১৭ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয়।
ইনিংসের শুরুতে সঞ্জু স্যামসন ও বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক শুরু করেন এবং পাওয়ার-প্লেতে ৫৬/১ রান তুলে নেন।
এই জয়ের ফলে রাজস্থান রয়্যালস মরশুম শেষ করল উজ্জ্বলভাবে। অন্যদিকে, এই হারের ফলে চেন্নাই যদি টেবিল টপার গুজরাট টাইটান্সকে বড় ব্যবধানে না হারাতে পারে, তবে তারা আইপিএল ২০২৫ পয়েন্ট তালিকার একেবারে নিচে শেষ করবে।