সব কাগজ জমা পড়েছে, মোহনবাগানের ট্রান্সফার নির্বাসন ওঠা সময়ের অপেক্ষা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ৫ মে ফিফার তরফ থেকে মোহনবাগান সুপার জায়ান্টকে ট্রান্সফার নির্বাসনের শাস্তি দেওয়া হয়েছিল। তবে সেই শাস্তি এবার উঠে যাওয়ার সময় এসেছে। যা খবর, তাতে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রান্সফার নির্বাসন উঠে যাবে সবুজ-মেরুণ ব্রিগেডের।
ম্যানেজমেন্ট সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিষয়ে যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। এই নিয়ে ফিফাকে যাবতীয় কাগজপত্র জমাও করে দিয়েছে তারা। জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ফিফার জুডিশিয়াল বডিস বৈঠকে বসবে। ম্যানেজমেন্ট আশাবাদী, আগামী কয়েক দিনের মধ্যে ট্রান্সফার নির্বাসন উঠে যাবে মোহনবাগানের।
যদিও আগামী ৯ জুন থেকে ট্রান্সফার উইন্ডো খুলবে, ফলে এখনও হাতে অনেক সময় রয়েছে মোহনবাগানের। ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য দলগঠনের কাজ শুরু করে দিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। অধিকাংশ বিদেশি ফুটবলারদের সাথে চুক্তিবৃদ্ধি করার পাশাপাশি নতুন ভারতীয় ফুটবলারদের নেওয়ার কাজ শুরু করেছে মোহনবাগান।
ফিফার ক্লিয়ারিং হাউজ সিস্টেম থেকে মোহনবাগান সুপার জায়ান্টের একটি সমস্যা ধরা পড়েছিল, যেখানে তাদের অজি বিশ্বকাপার জেসন কামিংসের একটি পরিমাণ অর্থ তার পুরোনো ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে দেয়নি মোহনবাগান। ট্রেনিং কম্পেনসেশন হিসেবে ট্রান্সফার ফি এর ১০ শতাংশ, অর্থাৎ ১৩ লক্ষ টাকা সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে দেওয়ার কথা ছিল মোহনবাগানের, কিন্তু সেই পেমেন্টের তথ্য আসেনি ফিফার কাছে। যার ফলে ট্রান্সফার নির্বাসনের শাস্তি পেতে হয়েছিল মোহনবাগানকে।