আইপিএল সেঞ্চুরির পর ৫০০-র বেশি মিসড কল! রাহুল দ্রাবিড়কে বৈভব সূর্যবংশী বললেন, “কয়েকদিন ফোন বন্ধ রেখেছিলাম”

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএলে আত্মপ্রকাশের মরসুমেই নজর কেড়েছে বৈভব সূর্যবংশী। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজের প্রথম হাফ-সেঞ্চুরি দিয়ে আইপিএল ২০২৫ মরসুম শেষ করল এই ১৪ বছরের বিস্ময় প্রতিভা। অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের ১৮৮ রানের লক্ষ্যে তাড়া করার সময় শুরুতেই ৩৩ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বৈভব। ম্যাচ শেষে দলের জয় না এলেও, মন জয় করে নেন এই কিশোর। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন বৈভব, যা মুহূর্তে ভাইরাল হয়।
মোট ৭টি ইনিংসে একটি শতরান এবং একটি অর্ধশতরানের সাহায্যে ২৫২ রান করে মরসুম শেষ করলেন বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম শতরানের নজির গড়েন তিনি।
ম্যাচের পর রাজস্থান রয়্যালসের প্রধান কোচ এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, বৈভবের সাক্ষাৎকার নেন আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটের জন্য।
দ্রাবিড় প্রশ্ন করেন, ঐ শতরানের পর কত জন ফোন বা মেসেজ করেছে? বৈভবের জবাব, “৫০০-রও বেশি মিসড কল ছিল। কিন্তু আমি ফোন বন্ধ রেখেছিলাম,” বলে কপালে হাত দিয়ে হেসে ওঠেন তিনি।
দ্রাবিড় যখন জিজ্ঞেস করেন, বাইরের জগতে এই খ্যাতি সামলানো কতটা কঠিন, বৈভব বলেন, “অনেকেই আমার কাছে এসেছিল। কিন্তু এটা আমার পছন্দ নয়। আমি ২-৪ দিন ফোন বন্ধ রেখেছিলাম। আমার ভালো লাগে না চারপাশে অনেক মানুষ থাকুক। শুধু পরিবার আর কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকলেই চলে।”
দ্রাবিড় যখন জানতে চান এই পুরো মরসুমে কী শিখেছে, বৈভব বলেন, “মনোযোগ ধরে রাখা। এবং নিজের স্বাভাবিক খেলার চেয়ে দলের প্রয়োজন বুঝে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত কিছু না করে নিজের শক্তির ওপর ভরসা রাখাই সেরা।”
ম্যাচের পর বৈভবের দুর্দান্ত ম্যাচ রিডিং এবং আত্মবিশ্বাসের প্রশংসা করেন অধিনায়ক সঞ্জু স্যামসনও।