হেড কোচের ছাঁটাই চান সঞ্জীব গোয়েঙ্কা সহ টিম ম্যানেজমেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন মরশুমের জন্য দুর্দান্ত দল তৈরি করেছিল, কিন্তু ভালো ফল তো হয়নি, বরং নিজেদের আগমণের সব থেকে খারাপ ফল করেছে তারা। কথা হচ্ছে লখনউ সুপার জায়ান্টসকে নিয়ে। ইতিমধ্যেই প্লে অফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে লখনউ, এই পরিস্থিতিতে কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সহ লখনউ ম্যানেজমেন্ট।
যা খবর, আগামী মরশুমে হেড কোচ হিসেবে জাস্টিন ল্যাঙ্গারকে চাইছে না লখনউ সুপার জায়ান্টস। তবে বিষয়টি একতরফা নয়, স্বয়ং ল্যাঙ্গারও দায়িত্বে থাকতে চাইছেন না। সূত্রের খবর, দলের ক্রিকেটারদের সাথেও দুরত্ব বজায় রাখছেন এই প্রাক্তন অজি ওপেনার।
এমন পরিস্থিতিতে সম্ভাবনা বাড়ছে, মেন্টর হিসেবে দায়িত্বে থাকা জাহির খানকে হেড কোচের গুরুদায়িত্বে আনতে পারে লখনউ। যদিও খবর এসেছে, জাহিরের সাথে সম্পর্ক একেবারেই ভালো নয় ল্যাঙ্গারের। এমনকি, বকলমে বর্তমানে লখনউ দলের যাবতীয় দায়িত্ব পালন করছেন জাহিরই।