ধোনির মত অবসর চেয়েছিলেন, কিন্তু বোর্ডের জন্য আশা পূর্ণ হল না রোহিতের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসর নিয়ে আলোচনা চলছেই। তবে টেস্টে অবসরের জন্য রোহিত শর্মা একটি বিশেষ আর্জি করেছিলেন বিসিসিআইকে, কিন্তু সেই অনুরোধ রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
একাধিক রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা চেয়েছিলেন, মহেন্দ্র সিং ধোনি যেভাবে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, সেই সম্মান যেন তিনিও পান। ২০১৪ সালে বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথ থেকে অবসর নিয়ে ধোনি অধিনায়কত্বের ব্যাটন নিয়েছিলেন বিরাট কোহলিকে। রোহিতও চেয়েছিলেন এমনভাবে অবসর নিতে।
রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সফরের প্রথম দুটি টেস্ট খেলতে চেয়েছিলেন রোহিত। তারপর যদি ভালো না খেলতে পারেন, তখন সিরিজের মাঝপথে অবসর নেওয়ার আবেদন করেছিলেন রোহিত। কিন্তু নির্বাচকদের স্পষ্ট দাবি, সিরিজের মাঝপথে এভাবে অবসর নেওয়া যাবে না, খেলতে হলে পুরো সিরিজ খেলতে হবে। যার কারণে অবসর নিয়ে নেন রোহিত।